Powered by Blogger.
RSS

Pages

বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদী, শাখা নদী ও উপনদীসমূহ-০১

এক নজরে বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশে ছোট-বড় মোট নদীর সংখ্যা
২৩০ টি।
দীর্ঘতম নদী
সুরমা (৩৯৯ কিলোমিটার)
দ্বিতীয় দীর্ঘতম
পদ্মা (৩৬৬ কিলোমিটার)
বৃহত্তম (নদ-নদী মিলে)
ব্রহ্মপুত্র (দীর্ঘ পথ অতিক্রম করায়)
খরস্রোতা নদী
কর্ণফুলি
নাব্য নদী
মেঘনা
আন্ত:সীমান্ত নদী
৫৭টি
ভারতের সাথে সীমান্ত নদী
৫৪ টি
মায়ানমারের সাথে সীমান্ত নদী
৩ টি । যথা-
১। নাফ নদী - টেকনাফে  (৫৬ কিলোমিটার)
২। সাঙ্গু নদী - চট্টগ্রামে
৩। মাথামহুরী - বান্দবানে
আর্ন্তজাতিক নদী
১ টি (পদ্মা)
বাংলাদেশের প্রায় সব কটি নদী প্রবাহিত
উত্তর থেকে দক্ষিণে ( সর্পিল গতিতে)
পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত নদী


৩ টি ( বেনুনি গতিতে)
মনে রাখার সহজ উপায়

মা  ডাকে   গো

মা   = মাথামহুরী ( বান্দবান)
ডাকে = ডাকাতীয়া (চাঁদপুরে)
গো  = গোমতী  ( কুমিল্লা)





বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদী, শাখা নদী ও উপনদীসমূহ-

১. পদ্মা নদী

উৎপত্তি
হিমালয়ের গাঙোত্রী নামক হিমবাহ
উৎপত্তি স্থলে নাম
যমুনা (ভারতের যমুনা)
নদীটি তাজমহলের কাছে এসে গঙা নাম ধারণ করে
মুর্শিদাবাদের কাছে এসে দুটি ভাগে বিভক্ত হয়-
   ১. ভাগিরথী
হুগলির দক্ষিণ দিকে প্রবাহিত।
২. গঙ্গা
বাংলাদেশে প্রবেশ করে।
পদ্মা বাংলাদেশে প্রবেশ করে
রাজশাহীর বোয়ালিয়া দিয়ে
পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে
গোয়ালন্দের দৌলদিয়া
পদ্মা মেঘনার সাথে মিলিত হয়েছে
চাঁদপুরে

পদ্মার শাখা নদীসমূহ
­­­
কৌশল আম্মা গো কুমারের ভাই বড় চিটার

মনে রাখার কৌশল
শাখা নদী
পাশ্ববর্তী জেলা
আড়িয়াল খাঁ
ফরিদপুর
মধুমতি
মাগুড়া/ নড়াইল
মা
মাথাভাঙ্গা
চুয়াডাঙ্গা
গো
গড়াই
কুষ্টিয়া
কুমারের
কুমার
মাদারীপুর , ফরিদপুর
ভা
ভৈরব
খুলনা
ইছামতি
পাবনা
বড়
বড়াল
পাবনা
চিটার
চিত্রা
নড়াইল

পদ্মার উপ নদীসমূহ
­­­
কৌশল -“পঞ্চগড়ের মহাপণ্ডিত, নগরের জয় হোক বলে, পূর্ণ দিন, ঠাকুর গায়ে টাংকি মারল

মনে রাখার কৌশল
শাখা নদী
পাশ্ববর্তী জেলা
পঞ্চগড়ের মহাপণ্ডিত
মহানন্দা
পঞ্চগড়
নগরের জয় হোক
নাগর
জয়পুর হাট
পূর্ণ দিন
পূনরভবা
দিনাজপুর
ঠাকুর গায়ে টাংকি মারল
টাঙ্গন ,কলিখ
ঠাকুর গাঁ

২. ব্রহ্মপুত্র/যমুনা নদী

উৎপত্তি
তিব্বতের কৈলাশ টিলার মানস সরবরে
উৎপত্তি স্থলে নাম
সানপো
আসামে এসে নাম ধারণ করে
ডিহিং
পদ্মা বাংলাদেশে প্রবেশ করে
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মাঝিয়ালির ভিতর দিয়ে
১৭৮৭ সালের ভূমিকম্পে নদীটি দুইভাগে বিভক্ত হয়-
১. যমুনা
সিরাজগঞ্জের পার্শ্বদিয়ে প্রবাহিত
      ২. পুরাতন ব্রহ্মপুত্র
সিলেটের দিকে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিলিত




যমুনার শাখা নদীসমূহ
­­­
কৌশল ঈশ্বরী বুড়ি

মনে রাখার কৌশল
শাখা নদী
পাশ্ববর্তী জেলা
ঈশ্বরী
ধলেশ্বরী
টাঙ্গাইল
বুড়ি
বুড়িগঙ্গা
ঢাকা (ধলেশ্বরীর শাখা নদী)


যমুনার উপ নদীসমূহ
­­­
কৌশল “যুবতী দুধ, কলা খায়

মনে রাখার কৌশল
শাখা নদী
পাশ্ববর্তী অঞ্চল
যু
যমুনেশ্বরী
বদরগঞ্জ
বাঙালি
গাইবান্ধা/ বগুড়া
তী
তিস্তা
রংপুর
দু
দুধকুমার
কুড়িগ্রাম
ধরলা
কুড়িগ্রাম
কু
করতোয়া
বগুড়া/মহাস্থান গড়
ল + আ
আত্রাই
নওগাঁ (চলন বিলের মাঝ দিয়ে প্রবাহিত)
দুবার ভারতে ও দুবার বাংলাদেশে প্রবেশ করে = আত্রাই নদী

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment