Powered by Blogger.
RSS

Pages

সংবিধান সংশোধনী


সংবিধান সংশোধনী


মনে রাখার কৌশল : “যুদ্ধ জরুরী সীমানার জন্য রাষ্ট্রপতি বললেন”

১ম সংশোধনী
যুদ্ধ
যুদ্ধ অপরাধীর বিচার
১৯৭৩ সালের ১৭ জুলাই
২য় ”
জরুরী
জরুরী অবস্থা ঘোষণা
১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর
৩য় ”
সীমানার
সীমানা নির্ধারণ [মুজিব-ইন্দিরা চুক্তি]
১৯৭৪ সালের ১৭ নভেম্বর
৪র্থ ”
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন ও বাকশাল গঠন
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি

৫ম সংশোশনী

সামরিক শাসনের বৈধতা দান
১৯৭৯ সালে

সাত্তার আমল (১৯৮১) : ১টি সংশোধনী
৬ষ্ঠ সংশোধনী

ভাইস প্রেসিডেন্টের পদ অলাভজনক।


এরশাদ আমল (৮২-৯০) : ৪টি সংশোধনী
মনেরাখার কৌশল : বৈধ করল ইসলামের বানান ২জন রাষ্ট্রপতি নারীর

৭ম সংশোধনী
বৈধ
সামরিক সরকারের বৈধতাদান
১৯৮৬ সালে
৮ম ”
ইসলামের,
বানান
 রাষ্ট্রধর্ম ইসলাম, ঢাকার বানান (Dacca-Dhaka) 
১৯৮৮ সালে
৯ম ”
২জন রাষ্ট্রপতি
প্রেসিডেন্ট ও ভাইসপ্রেসিডেন্ট দুজনই জনগণের ভোটে ৫বছরের জন্য নির্বাচিত
১৯৮৯ সালে
১০ ”
নারীর
৩০টি নারী আসন ১০ বছরের জন্য সংরক্ষিত
১৯৯০ সালে

মনে রাখার কৌশলঃ    s  s  c  - 2004”


১১ তম
s
বিচারপতী শাহাবুদ্দীনের পূর্ব পদে ফিরে গেলেন
১৯৯১ সালে
১২ তম
s
সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন
১৯৯১ সালে
১৩ তম
c
কেয়ার টেকার সরকার ব্যবস্থার প্রবর্তন
১৯৯৬ সালে


১৪ তম
২০০৪”
 (১৪)
৮ টি বিষয়ের সংশোধনী





   ২০০৪ সালে
মনে রাখার কৌশল-
৪৫কপি ছবি তুললে অর্থ কম লাগবে শপথ করছি তিন বৃদ্ধ

৪৫
৪৫ টি নারী আসন ১০ বছরের জন্য বৃদ্ধি
ছবি
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ
অর্থ
অর্থ বিলে কমার ব্যবহার
শপথ
স্পিকার তিন দিনের মধ্যে শপথবাক্য পাঠ না করালে প্রধান নির্বাচন কমিশন শপথবাক্য পাঠ করাবেন।
তিন বৃদ্ধ
সাংবিধানিক তিনটি পদের বয়স বৃদ্ধি


(১)
প্রধান বিচারপতির বয়স ৬৫ থেকে ৬৭ বছরে উন্নীত
(২)
PSC চেয়ারম্যানের বয়স ৬২ থেকে ৬৫ তে উন্নীত
(৩)
CGS এর মহাপরিচালকের বয়স ৫/৬৫ যেটি আগে শেষ হবে সেটি গণ্য।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment