Powered by Blogger.
RSS

Pages

একনজরে বাংলাদেশের ভূ-প্রকৃতি


ক.
টারশিয়ারি যুগের পাহাড়- ২ ভাগে বিভক্ত-

১.
উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়-

*
সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ অঞ্চলের পাহাড়।

*
গড় উচ্চতা : ৬০-৯০ মিটার

*
পাহাড়ের নাম- ১. জয়ন্তিকা ২. খাসিয়া  ৩. ত্রিপুরা ৪. লুসাই
২.
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়-

*
চট্টগ্রাম, বান্দবান, খাগড়াছড়ি অঞ্চলের পাহাড়।

*
গড় উচ্চতা : ৬২৪ মিটার।

*
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এ অঞ্চলে। সরবোচ্চ পাহাড়-বিজয় তাজিং ডং।  দ্বিতীয় সরবোচ্চ - কেওকারাডং।

খ.
প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল- ৩ ভাগে বিভক্ত-

১.
বরেন্দ্রভূমি-

*
আয়তন- ৯৩২৪ বর্গকিলোমিটার।

*
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুরের অংশ বিশেষ।

*
বৈশিষ্ট্য- অসমতল ভূমি।

*
মাটির ধরন- লাল, শক্ত,কঁকড়ময়।
২.
ভাওয়ালের গড় ও মধুপুরের গড়-

*
আয়তন- ৪১০৫ বর্গকিলোমিটার।

*
ময়মনসিংহ, টাঙ্গাইলে মধুপুরের গড় আর গাজীপুরে ভাওয়ালের গড় অবস্থিত।
৩.
লালমাই পাহাড়-

*
গড় উচ্চতা ২১ মিটার

*
আয়তন ৩৪ বর্গকিলোমিটার

গ.
সাম্প্রতিক কালের পলল ভূমি

*
সামূদ্র পৃষ্ঠ হতে সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর ৩৭.৫ মিটার

*
সমূদ্র পৃষ্ঠ হতে সমতল ভূমি ৯ মিটার (গড় উচ্চতা)।





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment